ক’রোনার সং’ক্র’মণ রোধে দেশের দশটি জে’লার সাতাশটি এলাকা রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটির আওতায় এনে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন ম’ন্ত্রণালয়।
অথচ সেখানে নেই দেশের সং’ক্র’মণের কেন্দ্র ঢাকা। এমন সি’দ্ধান্ত পুরোপরি অবৈজ্ঞানিক বলছেন বিশেষজ্ঞরা। মূ’ল এলাকা খোলা রেখে এমন লকডাউনের ফলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলেই মনে করেন তারা।
ডা. রেদওয়ান বলেন, যদি বিজ্ঞান সম্প’র্কে যা বুঝি সেটা জানাতে বলেন, তাহলে আমি বলবো এটা আমি বর্ণণা দিতে পারবো না। কারণ এটা কোন ভিত্তি হতে পারে না।
ভিত্তি হবে যেখানে সব থেকে বেশি ক’রোনা রো’গী হবে সেখানেই লকডাউন হবে। সেখানেই টেস্টিং বেশি হবে, সেখান থেকেই ছড়ানো রোধ করতে হবে।