কিশোরগঞ্জের ভৈরবে উ’ত্ত্যক্তের প্র’তিবাদ করায় এক ব’খাটের ছু’রিকাঘাতে মে’য়েটির বাবা গু’রুতর আ’হত হয়েছেন। মে’য়েটি শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৪ জুন) সকালে ভৈরব উপজে’লার শ্রীনগর গ্রামে এ ঘ’টনা ঘটে। অ’ভিযুক্ত ব’খাটে মো. রকি (২২) শ্রীনগর গ্রামের মধ্যপাড়া এলাকার মো. লোকমিয়ার ছেলে।
জানা যায়, মো. তৌফিক মিয়ার মে’য়েকে কয়েকদিন ধরে উ’ত্ত্যক্ত করে আসছিল রকি। সকাল ৯টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে ব’খাটে রকি বাড়ির সামনের রাস্তায় দাড়িয়ে মে’য়েটিকে অশালীন কথা বলতে থাকে।
এ সময় মে’য়েটির বাবা এবং ওই যুবক তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কা’টাকাটির একপর্যায়ে ব’খাটে রকি তার সাথে থাকা ছু’রি দিয়ে মে’য়েটির বাবার মাথায় আ’ঘাত করে পা’লিয়ে যায়।
এ বি’ষয়ে ভৈরব থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা মো. শাহিন জানান, ঘ’টনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।