সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ১ম শ্রেণীর এক স্কুলছাত্রী ধ’র্ষণের শি’কার হয়েছে। এই ঘ’টনায় মনির হোসেন (২০) নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবককে গ্রে’ফতার করেছে পু’লিশ।
স্কুলছাত্রীর মামা বাদি হয়ে বুধবার (২৪ জুন) রাতে কামারখন্দ থানায় মা’মলা দা’য়ের করেছেন। গ্রে’ফতারকৃত মনিরুল ইসলাম কামারখন্দ থানার জামতৈল গ্রামের আব্দুল হামিদ ড্রাইভারের ছেলে।
স্কুল ছাত্রীর মামা বলেন, আমার বোন গত দুমাস আগে মৃ’ত্যুবরণ করেন। ভাগ্নি কামারখন্দে নানীর বাড়িতে থেকে পড়ালেখা করে। বুধবার বিকেলের দিকে বাড়ির পাশ্ববর্তী মালয়েশিয়া ফেরত মনির হোসেন আমার ভাগ্নিকে টাকার লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধ’র্ষণ করে।
ভাগ্নি বাড়ি ফিরে এসে ঘ’টনাটি আমাকে বলে। পরে আমি আমার ভাগ্নিকে সাথে নিয়ে কামারখন্দ থানায় যাই। ঘ’টনাটি পু’লিশকে অবগত করি। পু’লিশ মনির হোসেনকে গ্রে’ফতার করে।