আশুলিয়ায় চাঞ্চল্যকর রত্না হ’ত্যাকা’ণ্ডের তিনদিনের মধ্যেই অভিযান চালিয়ে আসামি ইলিয়াসকে (২৫) ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির। গ্রেফতারকৃত ইলিয়াস মাগুরা জেলার শ্রীপুর থানার সফি মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতো।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, নিহত রত্না ও আসামি ইলিয়াসের কাহিনী সিনেমাকেও হার মানায়। গ্রেফতারকৃত আসামি ইলিয়াস জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। এসময় রত্না (৪০) নামের এক নারীকে তিনি ধর্মের বোন বানায়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর থেকেই পুলিশ সুপারের নির্দেশে ইলিয়াসকে গ্রেফতার জন্য অভিযান পরিচালনা করা হয়। ৩ দিনের শ্বাসরুদ্ধ অভিযান শেষে তাকে ঝিনাইদহ থেকে গ্রে’ফতার করা হয়।প্রসঙ্গ, গত বুধবার (১৭ জুন) জামগড়া বেরন এলাকার বাবুল মিয়ার ভাড়া বাড়ির একটি তালাবদ্ধ কক্ষ থেকে রত্নার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুই মন্ত্রণালয়ের টানাটানিতে দেশে কিট সংকট, অর্থের অভাবে বন্ধ আম’দানি
প্রা’ণঘাতী করো’না ভাই’রাস টেস্টের কিট আম’দানি অর্থের অভাবেই আ’ট’কে আছে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, অর্ধলক্ষ কিট সরবরাহ করেও এখনো একটি টাকাও পরিশোধ করেনি কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএইচডি)।
এ ব্যাপারে ওএমসি লিমিটেডে পরিচালক মা’রুফ আহমেদ বলেন, এখন এমন একটা অবস্থা কোম্পানি বন্ধ করে দিয়ে ওদিক সাপ্লাই দিতে হবে। সিএমএইসিডিতো কাউকে কোন বিলই দিচ্ছে না। বলে যে প্রসেসিং-এ আছে, এই কথাতে মাস শেষ হয়ে যাচ্ছে। মন্ত্রী পরিষদের দোহাই দেয়া হয়। আম’রা তো কোন ফান্ড পাচ্ছি না তাই অর্ডারও দিতে পারছি না।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করো’না মোকাবিলায় ৯০০ কোটি টাকা বাজেট থাকলেও হাতে পেয়েছে মাত্র আড়াই’শ কোটি টাকা। বাজেটের অন্তবর্তীকালীন সময় হওয়ায় বাকি বরাদ্দ পেতে রয়েছে কিছু জটিলতা। চলতি মাসের শেষের দিকে সমস্যা মিটবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা, আবুল কালাম আজাদ।
তিনি বলেন, এখন হচ্ছে না কারণ সরকারের ক্রয় প্রক্রিয়া ৩০ জুনের পরে আম’রা একটা স্টান্ডার্ড অ’পারেটিং প্রসিডিউর তৈরি করবো। কী’ভাবে এটা হবে। তারপরে একসাথে অনেক দিনের জন্য কিনে এনে মজুদ করতে পারবো।