টানা ২০ বছর ধরে পানির মধ্যে বাস করছেন ৬৬ বছর ব’য়সী এক না’রী। ওই না’রী ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামের বাসিন্দা। পাতুরানি ঘোষ গ্রামের একটি পুকুরে বিগত ২০ বছর ধরে ঘণ্টার পর ঘণ্টা পানিতে বাস করছেন। তিনি প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পুকুরের মধ্যে থাকেন।
শুধু তার ঘুমের চা’হিদা পূরণ করার জন্য পানি থেকে তাকে তুলে আনা হয়। বিগত ২০ বছর ধরে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই এই না’রী পুকুরে চলে যান।
সে পানিতে দাঁড়িয়ে থাকেন। তার মুখ অবশ্য পানির উপরে থাকে। শোনা যায়, পাতুরানি নামে এই না’রী ১৯৯৯ সালে একটি বিরল রো’গে আ’ক্রান্ত হন।
আর এই কারণে সূর্যের আলো লাগলে তার শ’রীরে জ্বা’লা করা শুরু হয়। তাই তিনি পানির সংস্পর্শে থাকেন স্বস্তি পেতে। এই ঘ’টনার ২০ বছর পার হয়ে গেছে।
পাতুরানির গ্রামের কুসংস্কারীরা বিশ্বাস করে, তিনি একদিন এই পুকুরের অংশ হয়ে যাবে। তবে তার পরিবার আশা করছে, তারা বৃ’দ্ধার এই রো’গের চিকিৎসা করবেন। মনোরো’গ বিশেষজ্ঞদের মতে, পাতুরানির এভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পানিতে বসে থাকা একটি মা’নসিক রো’গ। সঠিকভাবে চিকিৎসা করলে তার পক্ষে সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব।