ভোলার তজুম’দ্দিন উপজে’লায় কর্ণফুলী-১৩ নামে একটি লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দেয় কবিতা (১৩) নামে এক কি’শোরী। পরে স্থানীয় জে’লেদের সহযোগিতায় তাকে উ’দ্ধার করে তজুম’দ্দিন উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। সেখানে সুস্থ হলে রোববার রাতেই তাকে তজুম’দ্দিন থানায় পু’লিশের হেফাজতে নেয়া হয়েছে।
ওই কি’শোরী ভোলার তজুম’দ্দিন উপজে’লার চর মোজাম্মেলের তেলুয়া চর এলাকার মো. কবির হোসেনের মে’য়ে বলে জানিয়েছে পু’লিশ।
রোববার সন্ধ্যায় চরফ্যাশনের বেতুয়া-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১৩ থেকে ওই কি’শোরী ঝাঁপ দেয়।
তজুম’দ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক রাতে জানান, আমরা ওই কি’শোরীর স’ঙ্গে কথা বলেছি। সে আমাদের জানিয়েছে সে একাই ঢাকার উদ্দেশ্যে তজুম’দ্দিনের চৌমহনী ঘাট থেকে কর্ণফুলী-১৩ ওঠে।
ওসি আরো জানান, ওই কি’শোরী এর আগেও একবার ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। এছাড়াও গত ২/৩ মাস আগে সে তার নানীর স’ঙ্গে চর মোজাম্মেলে থাকা অবস্থায় তজুম’দ্দিনে এসে নানীকে ফাঁকি দিয়ে এক রিকশাচালকের বাড়িতে গিয়ে ওঠে। পরে আমাদের কাছে ওর নানী আসলে আমি নিজে তাকে উ’দ্ধার করি।
ওই কি’শোরীর পরিবারের স’ঙ্গে আমরা কথা বলেছি, তারা আগামীকাল তজুম’দ্দিনের আসবে বলে আমাদের জানিয়েছেন। তবে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।