ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত রো’গীদের জন্য জরুরি অক্সিজেন সেবার ব্যবস্থা করেছে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’। গতকাল শুক্রবার বিকেলে জে’লা শহরের মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ‘জে’লায় ক’রোনা আ’ক্রান্তের সংখ্যা দিন দিন আশংকাজনকভাবে বাড়ছে। এদের প্রায় সবাই নিজ বাড়িতে কোয়রেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তাদের অনেকরই অক্সিজেন সেবা প্রয়োজন। মূ’লত তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর স’ঙ্গে রো’গীদের মাস্ক ও অক্সিমিটার প্রদান করা হচ্ছে।’
মাশরাফির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ সিলিন্ডারগু’লি সরবরাহ করেছে বলে তরিকুল জানান।