রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কী’টনাশক পানে মিতা খাতুন (২২) নামের এক না’রী পু’লিশ কনস্টেবলের মৃ’ত্যু হয়েছে। তিনি রাজশাহী মহানগর পু’লিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।
মিতা রাজশাহীর পবা উপজে’লার কেচুয়াতৈল গ্রামের মনসুর আলীর মে’য়ে।মিতার স্বা’মী শরিফুল ইসলামও পু’লিশ কনস্টেবল। তিনিও রাজশাহীর এয়ারপোর্ট থানায় কর্মরত। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়।পরিবারের সদস্যরা
জানিয়েছে, মিতা হৃদরো’গ এবং কিডনির মতো জটিল রো’গে ভুগছিলেন।তবে কী’টনাশক পানের বি’ষয়ে তারা কোনো কথা বলতে চায়নি।এয়ারপোর্ট থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘গত ৩০ জুন মিতা বাড়িতে কী’টনাশক পান করেন। তখন তিনি ১৪
দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। কী কারণে তিনি কী’টনাশক পান করেছিলেন তা জানা যায়নি। তবে কী’টনাশক পানের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন জার্মেইন ব্ল্যাকউড।পঞ্চম দিন খেলতে নেমে ৩১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যার ফলে তাদের লিড দাঁড়িয়েছে কেবল ১৯৯ রানের। জয়ের জন্য ব্যাট করতে নেমে ৭ রানেই
২ উইকেট হা’রিয়ে বসেছে ক্যারিবীয়রা। এছাড়া ওপেনার জন ক্যাম্পবেল মাঠ ছেড়েছেন আ’হত হয়ে।২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজে জ’ন্ম নেয়া ইংলিশ পেসার জোফরা আরচারের তোপের মুখে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ক্রেইগ ব্রাফেট ৪ রান করে বোল্ড হয়ে যান আরচারের বলে। সামা’রাহ ব্রুকস আউট হন কোনো রান না করেই।আরচারের বলে এলবিডব্লিউ হয়ে। ২৭ রানের মধ্যে তিন উইকেট
হারিয়ে চা’পে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর রস্টোন চেজ এবং জার্মেইন ব্ল্যাকউড এর ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১০০ রানের মাথায় ৩৭ রান করে অার্চারের বলে প্যাভিলিয়নে ফেরেন রস্টোন চেজ।দলীয় ১৬৮ রানের মাথায় ২০ রান করে আউট হন ষেন ডরিচ।
তবে দলকে একাই টেনে নিয়ে যেতে থাকেন জার্মেইন ব্ল্যাকউড। সেঞ্চু’রি থেকে মাত্র 5 রান দূরে থাকতে বেন স্টোকসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জার্মেইন ব্ল্যাকউরুচতুর্থ দিন ৮ উইকে’টে ২৮৪ রান নিয়ে শেষ করে ইংল্যান্ড।
পঞ্চম দিন সকালে বাকি দুই উইকে’টে আর মাত্র ৩৪ রান যোগ করতে স’ক্ষম হয় বেন স্টোকসরা। এই দুই উইকেটই তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। এ নিয়ে দ্বিতীয় ইনিংসে মোট ৫ উইকেট পেলেন এ ক্যারিবীয় পেসার। জেসন হোল্ডার নেন ১ উইকেট।