ঈদুল আজহায় স’রকারি চাকরিজীবীদের পাশাপাশি বেস’রকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে স’রকার।
ক’রোনাভা’ইরাসেের বিস্তার রোধে জনপ্রশাসন ম’ন্ত্রণালয় সোমবার রাতে এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।
তাতে বলা হয়, “ক’রোনাভা’ইরাসেের সং’ক্র’মণের বিস্তার দিন দিন বৃ’দ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় উক্ত সং’ক্র’মণের বিস্তাররোধে সকল স’রকারি/বেস’রকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের স’রকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হল।”
এর আগে সোমবার বিকেলে স’চিবালয়ে মন্ত্রিপরিষদ স’চিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে সাংবাদিকদের বলেন, “ঈদের ছুটির সময় স’রকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহায় স’রকারি ছুটি বাড়ানো হবে না।”
১ আগস্ট ঈদুল আজহা ধরে স’রকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রবিবার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।