নাটোরের গুরুদাসপুরে প্রতিপক্ষের দেয়া বি’ষে ৫ বিঘার একটি পুকুরের সব মাছ ম’রে ভেসে উঠেছে। এ ঘ’টনায় প্রায় ১৬ লাখ টাকার মাছ ম’রে গেছে বলে জানায় ক্ষ’তিগ্রস্তরা।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজে’লার চা’পিলা ইউনিয়নের খামারপাথুরিয়া গ্রামে এই ঘ’টনা ঘটেছে।
এ ঘ’টনায় পুকুর মালিক আব্দুল মান্নান বা’দী হয়ে প্রতিপক্ষ একই এলাকার মোহাম্ম’দ আলী বিশুর ৬ ছেলে, মোজাহিদ, রউফ, আব্দুল হাই, শফিকুল, সাইদুল, মোমিনসহ ১১ জনের নামে গুরুদাসপুর থানায় একটি এজাহার দা’য়ের করেছেন।
স্থানীয়রা জানায়, খামার পাথুরিয়া গ্রামের মৃ’ত সায়েত আলীর ছেলে আব্দুল মান্নান তার নিজস্ব ৫ বিঘার একটি পুকুরে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে রুই, কাতলা, সিলভার, ব্রিগেট, টেংড়া, কালবাউশ এবং দেশি পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছেন। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন।
এ বি’ষয়ে অ’ভিযুক্ত মোজাহিদ ইসলাম মুঠোফোনে বলেন, বি’ষ প্রয়োগে মাছ নিধ’নের বি’ষয়ে আমরা কিছু জানিনা। এমন ধরনের কাজ আমরা করিনি। প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের নামে মা’মলা দা’য়ের করেছে প্রতিপক্ষরা।
গুরুদাসপুর থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম বলেন, বি’ষপ্রয়োগে মাছ নিধ’নের বি’ষয়ে এজাহার পেয়েছি। বি’ষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।