ভোলার চরফ্যাসন উপজে’লার দুলারহাটে ঈদের নামাজকে কেন্দ্র করে ই’মামকে হু’মকি ও অ’পমানের অ’ভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফিরোজ কিবরিয়াকে আজ সোমবার দুপুর দুলার হাট থানা পু’লিশ গ্রে’ফতার করেছে।
এর আগে গত শনিবার (১ আগস্ট) দুলারহাট থানার নুরাবাদ সামছল হক কমান্ডার বাড়ির দরজায় বায়তুন নুর জামে মস’জিদে ইমামের সাথে
ঈদের নামাজের সময়সূচি নিয়ে হু’মকি মা’রধরের ঘ’টনা ঘটেছে বলে জানা যায়।মসজিদের ইমামকে মা’রধরের ঘ’টনায় গতকাল রবিবার (২ আগস্ট) বিকালে দুলারহাট
বাজারে কওমী ছাত্রদের ব্যানারে বাজারে মা’নববন্ধ’ন ও প্র’তিবাদ সমাবেশ হয়েছে। বায়তুন নুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুর হোসেন বলেন, গত শুক্রবার মসজিদ কমিটির সভাপতি মৌলভী আবুল কাশেমসহ মু’সল্লিদের সি’দ্ধান্তানুযায়ী ঈদের নামাজ ৮টা ৩০মিনিটে
কাশেম বলেন, তার ছেলে ইমামকে মা’রধর করেনি। তবে নির্দিষ্ট সময়ে ঈদের নামাজ না পেয়ে ইমামকে গালমন্দ করেছে।
আমার ছেলে ফিরোজ উ’ত্তেজিত হয়ে মসজিদের ভিতরে মুসল্লিদের সামনে ইমামকে মা’রধর করার ঘ’টনা সত্য নয়।দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন
খান বলেন, ইমামকে মা’রধরের অ’ভিযোগে থানায় মা’মলা হলে অ’ভিযুক্ত হাজি ফিরোজ কিবরিয়াকে সোমবার দুপুরে গ্রে’ফতার করা হয়েছে। ইমামকে মা’রধর ও হু’মকির ঘ’টনায় এলাকায় উ’ত্তেজনা বিরাজ করছে।