কক্সবাজারে পু’লিশের গু’লিতে সে’নাবা’হিনীর অবসরপ্রা’প্ত মেজর সিনহা মোহাম্ম’দ রাশেদ খানের মৃ’ত্যুর ঘ’টনায় টেকনাফ মডেল থানার ওসি (সদ্য প্রত্যাহার)
প্রদীপ কুমার দাশ ও টেকনাফ বাহারছড়া ত’দন্ত কেন্দ্রের আইসি পু’লিশ পরিদর্শক মো. লিয়াকতসহ সব আ’সামি কক্সবাজারে আ’দালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে আরো জানা যায়, চট্টগ্রামের দামপাড়া বিভাগীয় পু’লিশ হাসপাতালে এসেছিলেন প্রদীপ কুমার দাশ। পরে বিচারিক আ’দালতে আত্মসমর্পণ করেন তিনি।
টেকনাফের শামলাপুর চেকপোস্টে পু’লিশের গু’লিতে অবসরপ্রা’প্ত মেজর সিনহার মৃ’ত্যুর ঘ’টনায় তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস যে হ’ত্যা মা’মলা দা’য়ের করেছেন, তাতে দুই নম্বর আ’সামি করা হয়েছে পু’লিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশকে।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ বুধবার হ’ত্যা মা’মলাটি আমলে নিয়ে টেকনাফ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি মা’মলার ত’দন্তভার দেন র্যা’বকে।
বুধবার রাত সাড়ে ১০টায় টেকনাফ থানায় মা’মলাটি নথিভুক্ত করা হয় বলে কক্সবাজারের পু’লিশ সুপার এ বিএম মাসুদ হোসেন জানান।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পু’লিশের গু’লিতে নি’হত হন সে’নাবা’হিনীর অবসরপ্রা’প্ত মেজর সিনহা মোহাম্ম’দ রাশেদ খান।