লেবাননের রাজধানী বৈরুতে ভ’য়াবহ বি’স্ফোরণের পর স’রকার বি’রোধী বি’ক্ষো’ভ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বি’ক্ষো’ভ ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স’ঙ্গে বি’ক্ষো’ভকারীদের সং’ঘর্ষের ঘ’টনাও ঘটেছে।
বৈরুতের সং’সদ ভবনের কাছে বি’ক্ষো’ভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নি’ক্ষেপ করে কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার লেবাননের রাজধানী শহরের বিভিন্ন স্থানে বি’ক্ষো’ভকারীদের স’রকারবি’রোধী স্লোগান দিতে দেখা যায়।
বি’ক্ষো’ভকারীদের অনেকের মতে, গত মঙ্গলবার বৈরুতে হওয়া বি’স্ফোরণের কারণ স’রকারের অবহেলা। ওই বি’স্ফোরণে অন্তত ১৩৭ জন মা’রা যান এবং প্রায় ৫ হাজার মানুষ আ’হত হন।
স’রকারি কর্মকর্তারা বলছেন, প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরের কাছে অনিরাপদভাবে মজুদ করে রাখা ছিল ২০১৩ সাল থেকে। ওই বি’স্ফোরণে রাজধানী বৈরুতের কিছু এলাকা সম্পূর্ণ ধ্বং’সস্তূপে পরিণত হয়েছে। এখনো বহু মানুষ নি’খোঁজ রয়েছেন।