সে’নাবা’হিনীর সাবেক মেজর সিনহাকে গু’লি করে হ’ত্যার অভিযোগে কা’রাগারে আছেন বাহারছড়া পু’লিশ ত’দন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত আলী। সেখানে বসেই তিনি চালাচ্ছেন নিজের ফেসবুক আইডি।
এমনটিই ধারনা করা হচ্ছে কারণ, তার ফেসবুক আইডি ‘অ্যাকটিভ’ দেখাচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইনে পাওয়া যায়। এমনকি গত ৬ আগস্ট আ’দালত থেকে কা’রাগারে যাওয়ার দিনও তার আইডির ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করা হয়েছে।
গত ৫ আগস্ট নি’হত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বা’দী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যা’জিস্ট্রেট আ’দালতে বাহারছড়া পু’লিশ ত’দন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বি’রুদ্ধে হ’ত্যা মা’মলা দায়ের করেন।
৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আ’সামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আ’দালতে আত্মসমর্পণ করেন। মা’মলার শুনানিতে র্যা’বের পক্ষে প্রত্যেক আ’সামির ১০ দিন করে রি’মান্ডের আবেদন করা হয়।
এদিকে, সিনহার পরিবারের করা হ’ত্যা মা’মলার প্রধান আ’সামি বাহারছড়া পু’লিশ ত’দন্ত কেন্দ্রের ই’নচার্জ লিয়াকত, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ,
এস আই নন্দ দুলাল রক্ষিতকে এখনও র্যা’বের হেফাজতে নেওয়া হয়নি। যেকোনো সময় তাদের র্যা’বের হেফাজতে নিয়ে জি’জ্ঞাসাবাদ করা হতে পারে।