প্রা’ণঘা’তী ক’রোনা টেস্টের নামে ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্র’তারণার মা’মলায় জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের বি’রুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)।
ঢাকা মেট্টোপলিটন ম্যা’জিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আ’দালতে চার্জ শুনানি হবে বলে জানা গেছে।
মা’মলার অপর আ’সামিরা হলেন, ডা. সাবরিনার স্বা’মী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চ’ক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী,
নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। আটজনই এখন কা’রাগারে রয়েছেন।
এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অ’ভিযান চা’লিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বি’রুদ্ধে তেজগাঁও থানায় মা’মলা দা’য়ের করা হয়।