ক’রোনাভা’ইরাস বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে বলে মন্তব্য করেছেন স্বা’স্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ধারণার পক্ষে যুক্তি হিসেবে এরইমধ্যে দেশে সব ধরনের কাজকর্ম শুরু হয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
গতকাল শনিবার (১৫ আগস্ট) মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মি’লনায়তনে জাতীয় শো’ক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।
হাসপাতালে রো’গী কম থাকার কারণ হিসেবে স্বা’স্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষ এখন বাসায় বসেই চিকিৎসা পায় তাই তাদের হাসপাতালে আসতে হয় না, এ জন্য হাসপাতালে রো’গী কম।’ তিনি বলেন,
‘আমরা আ’নন্দিত, দেশে ক’রোনায় সং’ক্র’মণ ও মৃ’ত্যুহার কমেছে।’ এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ক’রোনাভা’ইরাস শ’নাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৪৪ জনের দে’হে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন।