যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু র’হস্য। এবার আরও বি’স্ফোরক দাবি করলেন প্রয়াত অভিনেতার প্রাক্তন ম্যানেজার অঙ্কিত আচার্য।
তিনি দাবি করেন, সুশান্তকে তার বাড়ির কর্মীরাই খু’ন করেছে। সুশান্তকে বারবার ডেকেও যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন তারা কেন দরজা ভে’ঙে ভিতরে ঢোকেনি। কেন চাবি ভাঙার লোকের জন্য সেদিন অপেক্ষা করা হচ্ছিল বলে প্রশ্ন তোলেন অঙ্কিত।
প্রস’ঙ্গত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার অঙ্কিত আচার্য এর আগেও দাবি করেন, সুশান্ত কখনও দরজা বন্ধ করে ঘুমাতেন না আগে।
এসবের পাশপাশি অঙ্কিত আচার্য আরও দাবি করেন, সুশান্তের হয়ে প্রশ্ন করলে কিংবা আ’দালতে সাক্ষী দিতে গেলে তার ফল ভোগ করতে হবে বলে তাকে হু’মকি দেওয়া হচ্ছে।
কে বা কারা অঙ্কিত আচার্যকে হু’মকি দিচ্ছেন, সে বি’ষয়ে কিছু জানা যায়নি।