পদ্মার ভাঙনে মাদারীপুরের আরও একটি স্কুলভবন নদীগ’র্ভে বিলীন হয়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজে’লার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ২৬ নম্বর স’রকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারটি নদীগ’র্ভে চলে যায়। বন্যার প্রথম দিকে এই বিদ্যালয়ে ওই এলাকার অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিল।
এ বছর পদ্মার ভাঙনে একই ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএস ডি পি মডেল উচ্চবিদ্যালয়ের তিনতলা ভবনটি নদীতে বিলীন হয়েছে।
এ ছাড়া চলতি বছরের বন্যায় চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নম্বর কাঁঠালবাড়ি স’রকারি বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের তিনতলা ভবনটিও বিলীন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকাটি পদ্মার ভাঙনের ঝুঁ’কিতে রয়েছে। গত রাতে বিদ্যালয়ের ভবনটি নদীগ’র্ভে চলে গেলে চ’রম আ’তঙ্ক দেখা দিয়েছে স্থানীয় লোকজনের মধ্যে।
ভাঙনে বিলীন হওয়া ২৬ নম্বর স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, ‘গভীর রাতে স্কুলভবনটি নদীতে বিলীন হয়েছে।
বিকালেও ইউএনও, ভারপ্রা’প্ত উপজে’লা চেয়ারম্যান স্কুল পরিদর্শন করেছিলেন। তখনো স্কুলটি ছিল। বিদ্যালয়টি ভে’ঙে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া চ’রমভাবে ব্যাহত হবে।’
শিবচর উপজে’লার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘রাতে পদ্মায় বিলীন হয়ে যাওয়া স্কুলভবনটি আগে থেকেই ভাঙনের ঝুঁ’কিতে ছিল। আমরা ওই এলাকার ঝুঁ’কিতে থাকা সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছি। ভাঙন রোধে ওই এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফে’লে ডাম্পিং করা হচ্ছে।