বাহুবলী’ খ্যাত তারকা অভিনেতা প্রভাস ভক্তদের জন্য এবার সু’খবর নিয়ে হাজির হলেন। তার অভিনয় জীবনের ২২তম ছবির জন্যে হাত মিলিয়েছেন বলিউডের পরিচালক ওম রাউতের স’ঙ্গে।
বড় বাজেটের এই ছবি তৈরি হবে একাধিক ভাষায়। ছবির নাম ‘আদিপুরু’ষ’। ‘বাহুবলী’র মতোই ঐতিহাসিক গল্পে বিগ বাজেটে নির্মিত হবে এই ছবি।
কোটি কোটি হৃদয়ের হা’র্টথ্রব অভিনেতা প্রভাস মঙ্গলবার আরও জানান, প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের এ ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ একাধিক ভাষায় তৈরি হবে। তিনি ক’রোনাকালীন সময়কে ইঙ্গিত করে সোশাল মিডিয়ায় জানান, ‘খা’রাপের উপর ভালোর জয়ের উদযাপন!’
‘আদিপুরু’ষ’ সম্প’র্কে প্রভাস গণমাধ্যমে বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ থাকে প্রতিটি চরিত্রে। কিন্তু এই ছবিতে যে চরিত্রে আমাকে দেখা যাবে,
পাওয়া যায়নি কে হবেন নায়িকা সেই আভাসও। তবে জানা গেছে এখানে রামায়ণের কিছু চরিত্র উঠে আসবে। আর রামের চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রভাসকে।
শোনা যাচ্ছে, ছবিটিতে অভিনেত্রী হিসেবে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, কৃতি সুরেশ, কাজল আগরওয়ালদের মতো অভিনেত্রীদের কেউ থাকতে পারেন।