বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক’রোনাভা’ইরাসে মো’কাবিলায় অন্যতম সফল দেশ হচ্ছে নিউজিল্যান্ড। শুরু থেকেই সীমান্ত বন্ধ ও ক’ঠোর বিধিনি’ষেধ আরোপ করায় খুব বেশি সং’ক্র’মণ ঘটেনি দেশটিতে।
এবার কোয়ারেন্টাইনের বিধিনি’ষেধ ভঙ্গ করায় জেসি কোর্টনি ওয়েলস নামে দেশটির এক যুবককে ছয় সপ্তাহের জে’ল দিয়েছে কর্তৃপক্ষ। কোয়ারেন্টাইনে থাকা এক বন্ধুকে জড়িয়ে ধরায় ৩৩ বছর ব’য়সী ওই যুবককে এমন শা’স্তি দেয় দেশটির আ’দালত।
জানা যায়, চলতি মাসের শুরুতে অকল্যান্ডে একটি কোয়ারেন্টাইনে গিয়ে বন্ধুর স’ঙ্গে দেখা করেন জেসি কোর্টনি ওয়েলস নামে ওই ব্যক্তি। ওয়েলসের বন্ধু অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরায় ক’রোনা সং’ক্র’মণ রোধে কোয়ারেন্টাইনে ছিলেন।
বিচারক বলেন, কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে এমনিতে তিনি আইন ল’ঙ্ঘন করেছেন, আবার সেখানে একজনকে আলি’ঙ্গন করে আরও বেশি খা’রাপ কাজ করেছেন।