ক্রিকেটার সাবিক আল হাসানের কন্যকে নিয়ে সামাজিকমাধ্যমে বাজে মন্তব্য করায় ৬ জনকে শনাক্ত করা হয়েছে। একইস’ঙ্গে তাদের সবাইকে কড়া নজরদারিতে রেখেছে পু’লিশ।
এছাড়া, এই ছয়জনের বি’রুদ্ধে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করেছে ঢাকা মহানগর পু’লিশের (ডিএমপি) সাইবার ক্রা’ইম ইনভেস্টিগেশন ডিভিশন।
শনিবার দুপুরে (২২ আগস্ট) সিটিটিসির সাইবার ক্রা’ইম ইনভেস্টিগেশন ডিভিশনের এক কর্মকর্তা জানিয়েছে, সাকিব আল হাসানের শি’শুকন্যাকে নিয়ে কিছু বিকৃত মা’নসিকতার লোক সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছে,
যা শা’স্তিযোগ্য অ’পরাধ। বি’ষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে মন্তব্যকারী ছয় ফেসবুক ইউজারকে আমরা শনাক্ত করেছি।
ক্রিকেটার সাকিবের পেজে পোস্ট করা ওই ছবি ঘিরে কয়েকজন চ’রম আ’পত্তিকর মন্তব্য করেন। পরে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পেজ থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়। ওই মন্তব্যগুলো নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।