বিশালাকায় এক হাঙর, যাকে অনেকেই সমুদ্রদানব বলেন, তার পিঠে যদি চড়ে বসেন কোনও ব্যক্তি, তবে তার মাথা ঠিক আছে কি না, সেটা অনেকেই ভাববেন। তবে সম্প্রতি এমনই এক রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে হাঙর। আর সমুদ্রে ভাসমান একটি নৌকা থেকে দৈত্যাকার ওই হাঙরের পিঠ লক্ষ্য করে ঝাঁপ দিলেন ডানপিটে এক ব্যক্তি।
হাঙরটির পিঠের ও’পর পড়েই তিনি জাপটে ধরেন সেটির ডানা। ব্যস, ওইভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ওই অকুতোভ’য় ব্যক্তির স’ঙ্গীসাথীরা যারা ওই নৌকায় দাঁড়িয়ে পুরো ঘ’টনার ভিডিও করেছেন তারা কিন্তু সাংঘাতিক উ’ত্তেজিত ছিলেন।
জানা গেছে, সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে সমুদ্রের মধ্যে ওই দুঃসাহসিক কাজ করেন সেখানকার এক বাসিন্দা।
ফুটেজে প্রথমে দেখা গেছে,
বরং দ্বিগুণ উৎসাহের স’ঙ্গে হাঙরটির পিঠের স’ঙ্গে লেপটে থাকেন তিনি। দুঃসাহসিক ওই ভ্রমণের ভিডিওটি আপলোড করা হয় টুইটারে। আর সেটি দেখে মানুষজন রীতিমতো হাঁ হয়ে যান।