সিলেটের শপিং মলসহ কোনো ব্যবসা প্রতিষ্ঠা’ন ঈদের আগে খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জেলার ব্যবসায়ী নেতারা। শুক্রবার দুপুরে সি’লেট সিটি করপোরেশনে ব্যবসায়ী নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে’ছেন সিলেট সিটি করপো’রেশনের মেয়র আ’রিফুল হক চৌধুরী।সিটি মেয়রের সভাপতিত্বে অ’নুষ্ঠিত ওই বৈঠকে ব্যবসায়ীরা স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সর্বস’ম্মতিক্র’মে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সরে সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমা’র্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসা’য়ী নেতারা অংশ নেন।
শপিংমল
“ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খো’লার ব্যাপারেও সবাই একমত হন।
সিলেটের ব্যব’সায়ী’দের সি’দ্ধান্ত সরকারে’র প্রতিও একটা বড় বার্তা উল্লেখ করে তিনি আরো বলেন, “আমরা আগে চাই নিরাপত্তা, পরে ব্যবসা। আমরা চা’ই- আগে জীবন, পরে জীবিকা।”
কেবল পোশা’কের দোকান নয়, নিত্য’পণ্য ছাড়া সবধর’ণের দোকানপাট ও বিপানীবিতান ঈদ পর্যন্ত ব’ন্ধ রাখার সিদ্ধা’ন্ত হয়েছে বলে জানান এ চে’ম্বারের সভাপতি।
শু’ক্রবার স’কাল পর্যন্ত সর’কারি হিসাবে কোভিড-১৯ রোগী’র সংখ্যা ১৩ হাজার ছাড়ি’য়ে যায় এবং এতে মারা গেছে দুইশ’র বেশি।