আওয়ামী লীগকে চ্যা’লে’ঞ্জ ছু’ড়ে দিয়ে সং’সদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাস’চিব হারুনুর রশিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে একটা নির্বাচনেও আপনারা জিততে পারবেন না। সমস্ত নির্বাচনেই বিএনপি বিজয় হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক মান’ববন্ধ’নে তিনি এ কথা বলেন। হারুন বলেন, বিএনপিকে মো’কাবিলা করার মতো ক্ষ’মতা বর্তমান ও অতীতে কোনো সময়ে
আওয়ামী লীগের ছিলো না। আর তাই তারা বিএনপির বি’রু’দ্ধে, শ’হীদ প্রে’সিডেন্ট জিয়াউর রহমানের বি’রুদ্ধে, বেগম খালেদা জিয়ার বি’রুদ্ধে, তারেক রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’র চালিয়ে যাচ্ছে।
তারা আরও জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না। আমি চ্যা’লে’ঞ্জ করে বলছি যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ একটি নির্বাচনে জিততে পারবে না।এই দু’র্যো’গকা’লীন সময়েও সবগুলো নির্বাচনেই বিএনপি বিজয়ী হবে।
বর্তমানে আমরা জাতীয় নেতাদের যেভাবে শ্র’দ্ধা করি সেইভাবে মিউজিয়ামে গিয়ে আমরা স্বা’স্থ্যমন্ত্রীকে দেখব আর বলব এই আমাদের ‘স্বা’স্থ্য মন্ত্রী যিনি বাংলাদেশের স্বা’স্থ্যখাত শুধু ‘ধ্বং’স করে নাই খা’দের কিনারে ফে’লে দিয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মসজিদে গ্যা’স বি’স্ফো’র’ণ হয় ২৮ জন নি’হত’ হয়েছে আরো অনেকেই বা’ন ইউ’নিটে চিকি’ৎসা নিচ্ছে।
চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রী সং’সদে বলেন মসজিদ ‘বৈ’ধ না অ’বৈ’ধ । বাংলাদেশ আজ অ’বৈধ’ স’রকার চে’পে বসে আছে। সেটি নিয়ে পার্লামেন্টে কথা বলেন।
মসজিদে মানুষ জা’মাত আদায় করতে যায় এবাদত করতে যায়। সেই মসজিদ বৈ’ধ না অ’বৈ’ধ তা দেখতে বলেন। কিন্তু সেই মসজিদের জায়গা যারা দান’ করেছে তারা বলেছেন তাদের নিজস্ব জমি মসজিদের নামে দান করেছে।
গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মা’নববন্ধ’নে আরও বক্তব্য রাখেন তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ,
যুগ্ন আহ্বায়ক আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রেজা, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি ফরিদ উদ্দিন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
মসজিদে বি’স্ফো’রণ জাতীয় ও আন্তর্জাতিক ষ’ড়য’ন্ত্র উল্লেখ করে প্রধানমন্ত্রীকে যা বললেন বিএনপির হারুন
নারায়ণগঞ্জে মসজিদে বি’স্ফো’রণের ঘ’টনা উল্লেখ করে বিএনপি দলীয় সং’সদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, আমাদের দেশ কিন্তু মসজিদের দেশ। মানুষ মসজিদে যদি আজকে নি’রাপদ না থাকে সেটা
দুঃখ’জ’নক। এটি জাতীয় ও আন্তর্জাতিক ষ’ড়য’ন্ত্র কিনা এর একটি সুষ্ঠু ত’দ’ন্ত হওয়া দরকার। এই বি’ষয়টিকে অত্যন্ত গু’রুত্ব দেয়ার জন্য আমি সং’সদ নেত্রীকে অনু’রোধ করবো। তিনি রোববার জাতীয় সং’সদ
অধিবেশনে বলেন, “এখানে স্ব’রাষ্ট্রমন্ত্রী আছেন, যারা এ বি’ষয়ে বি’শে’ষজ্ঞ। তাদেরকে এবি’ষয় আপনি দায়িত্ব অর্পণ করবেন বলে আমি বিশ্বাস করি। যার ফলে এই ঘ’টনার সঠিক ত’থ্য বের হয়ে আসবে। যারা ই’ন্তে’কাল করেছেন তাদের শো’কসন্ত’প্ত পরিবারের প্রতি গ’ভীরভা’বে শো’ক প্রকাশ করছি, স’মবেদ’না জ্ঞা’পন করছি এবং তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি। রোববার জাতীয় সং’সদ অধিবেশনে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
হারুন বলেন, মাননীয় স্পিকার, আমি সং’সদ স’চিবালয়কে আপনার মাধ্যমে মেজর সিনহার জীবন বৃত্তান্তও শো’ক প্র’স্তা’বে অ’ন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অ’নুরোধ করছি।
তার কারণ যিনি আজকে সারাদেশের ভিত’কে না’ড়া দিয়েছে। যার জন্য সে’নাবাহিনী প্রধান ও পু’লিশ বাহিনীর প্রধান জনগণের মুখোমুখি হতে বা’ধ্য হয়েছেন এই ধরনের বিচা’রবহি’র্ভূ’ত হ’ত্যাকা’ণ্ড যেন সংগঠি’ত না হয়। তিনি বলেন, মাননীয় স্পিকার এই ঘ’টনায় গোটা জা’তী শো’কাহ’ত হয়েছে।
যে কারণে আমি মনে করি, আপনারা যে শো’ক প্রস্তাবটি উথ্থা’পন করেছেন তার মধ্যে অন্তর্ভুক্তি হওয়া একান্ত আবশ্যক। তিনি বলেন, কয়েক দিন আগে উত্তর অঞ্চলের একজন সং’সদ সদস্য ইস্রাফিল ই’ন্তেকা’ল করেছেন। ব্যক্তিগতভাবে তার সাথে আমার চে’নাজানা ও যোগাযোগ ছিল। আল্লাহ কখন কাকে কোথায় মৃ’ত্যুব’রণ করাবেন সেটা আমরা কেউ জানি না মাননীয় স্পিকার।
যে কারণে আমাদের সবাইকে সচেতন ও সজাগ ‘থাকতে হবে। আর যারা ই’ন্তেকা’ল করেছেন তাদের রু’হের মা’গফে’রাত কামনা করছি এবং যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে হা’রি’য়ে গেছেন তাদের সকলের প্রতি স’মবে’দ’না জানাচ্ছি।