দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে অবশেষে ইতালির এক মিলিটারি পু’লিশ কর্মকর্তা স’ঙ্গে বিবাহ বন্ধ’নে আবদ্ধ হলেন বাংলাদেশি তরুণী।
সোমবার দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় বিবাহবন্ধ’নে আবদ্ধ হন সুমাইয়ারা ও দোমেনিকো তামবুররিনো।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, তুরিন সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত ২৫ বছর ব’য়সী সুমাইয়ারার স’ঙ্গে প্রথম পরিচয় ঘটে দোমেনিকোর।
ভালো লাগা থেকে তাদের ভালোবাসা অবশেষে বিয়ে। বর দোমেনিকো ইতালির মিলিটারি পু’লিশ “ক্যারাবিনিয়ারি”তে কর্মরত একজন দক্ষ মার্শাল। ইতালিতে ক্যারাবিনিয়ারী পু’লিশকে ‘ক্রি’মিনাল পু’লিশ’ বলা হয় যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড করেন দেশের জন্যে।
স্থানীয়রা বলছেন, এই প্রথম কোনো বাংলাদেশি না’রী ইতালীয় পু’লিশকে বিয়ে করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এদিকে ম’হামা’রি ক’রোনার কারণে ফ্লাইট নি’ষেধাজ্ঞা থাকায় কনের পরিবারের কেউই বাংলাদেশ থেকে ইতালিতে আসতে পারেননি। তবে এই পরিবারের দেশের বাড়ি কোথায় তা জানা যায়নি।
ধর্মান্তরিত হওয়া প্রস’ঙ্গে যা জানালেন হাসান মাসুদ
কথা বললেই মুখে হাসি লেগে থাকে। সেই হাসি দর্শককে আ’নন্দ দেয়। টিভি পর্দায় তাকে দেখলেই বিনোদিত হন দর্শকরা। তিনি সবার প্রিয় অভিনেতা হাসান মাসুদ। দীর্ঘদিন ধরেই অভিনয়ের আঙিনায় তার সফল পদচারণা।
এর মাঝে একটি গুজব বেশ সাড়া ফে’লে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে দাবি করেছেন ধর্মান্তরিত হয়েছেন অভিনেতা হাসান মাসুদ কিন্তু বি’ষয়টি শুধুই গুজব বলে জানিয়েছেন এ অভিনেতা।
মঙ্গলবার তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ‘ক্যাম্পাস তারকা’ আড্ডা এসে এক প্রশ্নের জবাবে হাসান মাসুদ বলেন, ‘আসলে ব্যাপাটরা হলো আমাদের প্রতি বছর পহেলা বৈশাখে (ম’হামা’রির আগে) একটা অনুষ্ঠান হতো ট্রাস্ট মি’লনায়তনে।
এটার আয়োজন ছিলো একজন প্রযোজক। তো গেলেই উনি প্রত্যেকের মাথায় একটা তিলকের মতো পড়িয়ে দিতেন। সাদা রঙের। তো এই ছবিটা কিভাবে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।’
ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে অনেকে গুজব ছড়াচ্ছেন দাবি করে হাসান মাসুদ বলেন, ‘ছবিটা ছড়িয়ে পড়ার পরই আসলে অনেকে আমাকে অনেকে অ’শ্লীল ভাষা ব্যবহার করে আমার ছবিটি শেয়ার করে দাবি করেন আমি ধর্মান্তারিত হয়েছি।
আমার সাথে সে সময় সুবর্ণা আপাও ছিলেন, ফয়সাল ভাইও ছিলেন। সবারই মাথায় ওই তিলকটা ছিলো। এটা ছিলো অনুষ্ঠানের একটা রেওয়াজ। যে হোস্ট তিনি প্রত্যেক অতিথির ঢোকার সময় এটা পড়িয়ে দেন।
আমরা যেহেতু প্রতি বছর পহেলা বৈশাখ উৎযাপন করছি সেহেতু এটা একটা সংস্কৃতি। এর মানে এই না যে, আমি হিন্দু হয়ে গেলাম বা আমি ধর্মান্তারিত হলাম।’
প্রস’ঙ্গত, হাসান মাসুদ একজন সাংবাদিক হিসেবে সুপরিচিত। গায়ক হিসেবেও সমাদৃত তিনি। পেশায় ছিলেন সা’মরিক কর্মকর্তা। তবে সবকিছু ছাপিয়ে অভিনয়ের জাদু দেখিয়ে তিনি দর্শকের প্রিয় হাসান মাসুদ। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আড়ালে চলে যান তিনি। সেও প্রায় চার বছর হতে চললো।