গত তিনদিনে সৌদি আরবে সিলেটের কানাইঘাটের ৩ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে গত ৩ মাসে দেশটিতে ক’রোনাসহ বিভিন্ন রো’গে আ’ক্রান্ত হয়ে কানাইঘাট উপজে’লার ১৮ জনের মৃ’ত্যু হয়েছে। নি’হতদের সবার দা’ফন সৌদিতেই সম্পন্ন হয়েছে।
সর্বশেষ ১৪ সেপ্টেম্বর দুপুরে সৌদি আরবে ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেন উপজে’লার বড়দেশ নয়াপাড়া গ্রামের মাওলানা তোফায়েল আহম’দ (৩৫)।
এর আগের দিন রোববার সন্ধ্যা ৭টায় তায়েফ স’রকারি হাসপাতালে মা’রা যান কানাইঘাট পৌরশহরের বি’ষ্ণুপুর গ্রামের রুহুল আমিন (৬০)।
আর গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে নিজ কর্মস্থলে হৃদরো’গে মৃ’ত্যু হয় কানাইঘাটের ভাউরভাগ নয়াগ্রামের মো. ফখর উদ্দিন (৪৫)। তাদের মৃ’ত্যুর খবরে গ্রামের বাড়িতে শো’কের মা’তম চলছে।
সৌদি আরবে প্রবাসীদের নিয়ে শ্র’মিকদের অধিকার সংরক্ষণে গঠিত সংগঠন ‘প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ কানাইঘাট’ এর সাধারণ সম্পাদক এরশাদ আহম’দ জানান,
গত ৩ মাসে কানাইঘাট উপজে’লার বিভিন্ন এলাকার মোট ১৮ জন রেমিট্যান্সযো’দ্ধা সৌদি আরবে ক’রোনাসহ বিভিন্ন রো’গে মৃ’ত্যুবরণ করেছেন।
তাদের মধ্যে কয়েকজন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। বর্তমান ক’রোনা পরিস্থিতির জন্য তাদের প্রত্যেককেই সৌদি আরবে আমরা দা’ফন করেছি।
তিনি জ্ব’র ও শ্বা’সক’ষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া গত শনিবার ও সোমবার আরও দু’জন মা’রা গেছেন বলে নি’হ’তদের পরিবারের সদস্যরা তাদের মৃ’ত্যুর খবর নিশ্চিত করেছেন।