দেশের সীমান্তবর্তী খাগড়াছড়ি জে’লার দীঘিনালার বিভিন্ন এলাকা থেকে কুকুর পা’চার হচ্ছে ভারতে। এসব কুকুর ভারতের মিজো’রামে বিক্রি হচ্ছে প্রতিটি ৬ থেকে ৭ হাজার টাকায়।
উদ্ভুত পরিস্থিতে মিজো’রাম স’রকার সেখানে কুকুর বিক্রি নি’ষিদ্ধ করেছে। তবে তাতে বাংলাদেশ থেকে কুকুর পা’চার বন্ধ হচ্ছে না। পাহাড়ি এলাকার হাটসহ বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে কুকুর শি’কার করছে একটি চ’ক্র।
কুকুরগুলো সনাতনী ফাঁ’দে আ’টকানোর পর সরু তার দিয়ে মুখ বেঁ’ধে দেয়া হয়। এ ছাড়া প্রতিটি কুকুরের গ’লায় আ’টকে দেয়া হয় শুকনো বাঁশ।
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালি বাজার, বাবুছড়া, থানা বাজার থেকে বেশি কুকুর ধরা হয়। কুকুর শি’কারিরা হাটে ঘুরে ঘুরে কুকুর ধরে। এসব কুকুর মিজো’রামের বিভিন্ন হোটেল ব্যবসায়ী কিনে তার মাংস রান্না করেন বলে জানা গেছে।
দীঘিনালা উপজে’লা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্ম’দ উল্ল্যাহ গণমাধ্যমকে জানান, বি’ষয়টি আমি ফেসবুকে দেখেছি। এরপর কোনো শি’কারি সম্প’র্কে সুনির্দিষ্ট ত’থ্য থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
খাগড়াছড়ির জে’লা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ ঘ’টনায় বিস্ময় প্রকাশ করে গণমাধ্যমকে জানান, এই বি’ষয়টি আমি প্রথম শুনেছি। কোনো প্রা’ণীর স’ঙ্গে নিষ্ঠুর আচরণ করা যাবে না। এই বি’ষয়ে খোঁজ নিচ্ছি।
স্বা’স্থ্যবিধি মেনে চলার নির্দেশনা, বিএনপির সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরু
টানা পাঁচ মাস বন্ধ থাকার পর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পুনরায় পুরোদমে শুরু হয়েছে। বিশ্বব্যাপী ক’রোনা ভাই’রাসের প্রভাবের কারণে সাংগঠনিক কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম পর্যায়ক্রমে এতদিন স্থগিত রাখার পর রবিবার থেকে তা আবারও চালু করা হয়েছে।
শনিবার রাতে দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সি’দ্ধান্ত গৃহীত হয়। পরে দলের সিনিয়র যুগ্ম মহাস’চিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এসব ত’থ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্বব্যাপী কো’ভিড-১৯ ম’হামা’রির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবা’দী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রমসহ সাংগঠনিক সকল পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক’রোনা ম’হামা’রি এখনো বিরাজমান। বাস্তবতার নিরিখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া পুনরায় চালু করার সি’দ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দেশব্যাপী দলের নেতা-কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্বস্বা’স্থ্য সংস্থার স্বা’স্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সি’দ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। এছাড়া বৈঠকে জাতীয় সং’সদের ঢাকা এবং সিরাজগঞ্জ ২টি আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করার সি’দ্ধান্ত নেওয়া হয়।
দলের জাতীয় ত্রাণ কমিটিকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃ’দ্ধি করার নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে পিয়াজসহ অন্যান্য খাদ্য পণ্যের মূ’ল্য বৃ’দ্ধিতে গভীর উ’দ্বেগ প্রকাশ করা হয়।