আমাদের দেশে বিভিন্ন সময়ে ঘটে যায় নানা অনাকাঙ্খিত ঘটনা বিশেষ করে নারীরা যেন কোথাও নিরাপদ নয় রাস্তাঘাট কিংবা কর্মস্থল সবখানেই তাদের সাথে
প্রতিনিয়ত ঘটে চলেছে দুঃখজনক ঘটনা এবং এতে করে যেমন সমাজে এই দুর্বিসহ বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এবং অন্যরাও অনুপ্রাণিত হচ্ছে এই সকল কাজে
তেমনি নারীদের নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে সব জায়গায়গাজীপুরের বাঘের বাজার এলাকায় চলন্ত বাসে এক নারী হ/কা/র/কে /ধ/র্ষ/ণে/র অভিযোগে
তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকওয়া পরিবহনের ওই বাসটি জব্দ করে জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে।
হোসেন বাসে করে তাকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা নিয়ে যায়। সেখান থেকে খালি বাস নিয়ে ফেরার পথে ও/ই /না/রী/কে কু /প্র/স্তা/ব দেয় তারা।
এসময় ওই না/রী/কে গাড়ি থেকে না নামিয়ে জেলার বিভিন্ন রোটে নিয়ে ঘুরতে থাকে তারা। এক পর্যায়ে গাড়িটি ভাওয়াল মির্জাপুর এলাকায় পৌঁছালে /বা/সে/র ম/ধ্যে /ধ/র্ষ/ণ /ক/রা হয় ওই না/রীকে।
পরে বাসটি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় গেলে না/রী/র চি/ৎ/কা/র শুনে টহলরত পুলিশ সেটিকে থামানোর সংকেত দেন।
এ সময় বাসের সহকারি শরীফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালক সাদ্দাম হোসেনকে আটক করে এবং তাকওয়া পরিবহনের ওই বাসটি জব্দ করে পুলিশ।
রোববার সকালে ওই নারী বাদী হয়ে দুজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, তাকওয়া পরিবহনের ওই বাসের গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ আটক করে। পরে নারী /হ/কা/র/কে /ধ/র্ষ/ণে/র/
বিষয়টি নিশ্চিত হয়ে চালক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে /চ/ল/ন্ত বা/সে /না/রী/দে/র সা/থে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনেকবার মূলত এসব ঘটনা গুলোর প্রেক্ষিতে সমাজে এক রকম অস্বস্তি তৈরি হয় এবং মানুষের মধ্যে
ঘুমিয়ে থাকা প/শু/ত্ব/ এর বাস্তব রূপ দেখা যায়। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় চলন্ত বাসে যেসব ঘটনা ঘটছে তার সত্যিই খুব দুঃখজনক এবং এসকল ঘটনা প্রতিনিয়ত বাড়ছে