মানুষের অসাধ্য কিছুই নেই, তা আবারো প্রমাণ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু ভিডিওতে।এই রকমই একটি ভিডিও
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যা দেখে যে কেউ হতবাক হয়ে যেতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি পেট্রোল পাম্প,
যেখানে স্কুটি নিয়ে তেল ভরতে এসেছেন জনৈক এক ব্যক্তি, সরি বলা ভালো দুই ব্যক্তি। আমরা অনেক সময় যমজ স’ন্তানের কথা শুনে থাকি।
কিন্তু যে যমজ স’ন্তান একই দে’হে দুটি প্রা’ণ নিয়ে জ’ন্মগ্রহণ করেন, তাদের শা’রীরিক স’মস্যা থাকে।এই দুটি মানুষের একই শ’রীর নিয়ে জ’ন্মগ্রহণ করার
স্কুটি নিয়ে পেট্রোলপাম্পে ব্যক্তি দুটি আসার পর সেখানে দাঁড়িয়ে থাকা মানুষেরা তাদের দেখে হতবাক হয়ে যায়।
কিভাবে এই শ’রীর নিয়ে স্কুটি চা’লানো সম্ভব, তা নিয়ে চিন্তায় পড়ে যায় অনেকেই। ভিডিওটি দেখলে বোঝা যাবে যে,
ব্যক্তি রুটি যে মানুষটি অপরদিকে রয়েছেন তিনি স্কুটি স্টার্ট দিচ্ছেন, এবং যে ব্যক্তি তলার দিকে রয়েছেন তিনি হ্যান্ডেল চালিয়ে স্কুটি দিকে নিয়ে যাচ্ছেন।
এভাবে স্কুটি চা’লানোর জন্য হয়তো তাদের বহু পরিশ্রম করতে হয়েছে।তবে জীবনে অন্য কারোর ও’পর নির্ভরশীল না হয়ে ক’ঠোর পরিশ্রমের দ্বারা নিজের কাজ নিজে করে ফেলার যে আ’নন্দ,
তা হয়তো মুখে প্রকাশ করা যাবে না।আমরা সুস্থ স্বাভাবিক জীবন প্রিয় সব সময় ভগবানের কাছে নালিশ জানাচ্ছি যে আমরা সু’খী নয়।কিন্তু এইসব মানুষেরা অর্ধজীবন পেয়েও কিভাবে তাতেই সু’খী থাকা যায় তা আবার আমাদের শিখিয়ে দেয়।
ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই এই দুই ব্যক্তির সুস্থ স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করেছে নেটিজেনরা।
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে রক্তাক্ত করলেন ইউপি মেম্বার
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীকে (৩৪) দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছেন ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছায়।
এ অভিযোগে আলী আহমেদ নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
আলী আহাম্মেদ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য এবং গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
মোবাইল ফোনে ইউপি সদস্য আলী আহমেদ ওই নারীকে মেরে রক্তাক্ত করার কথা স্বীকার করে বলেছেন, তার সাথে আমার প্রেমের সম্পর্ক।
সেখানে গিয়ে তার অনৈতিক কাজে রেগে গিয়ে ঘুষি মারলে হাতের আংটিতে কেটে গেছে।সোমবার রাত ৯টায় মারধরের পর গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে
মঙ্গলবার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী।
লিখিত অভিযোগে ওই নারী বলেছেন, আলী আহমেদ তার প্রতিবেশী। আনুমানিক ৩ বছর আগে তার স্বামী মালেশিয়া যায়।