আগামীকাল রোববার (২৪ জানুয়ারি) আধাবেলা হরতাল আহবান করেছে মির্জা কাদেরের নেতৃত্বে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের আওয়ামী লীগের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে আপওিকর বক্তব্যের প্রতিবাদে এ হরতালের ডাক দেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান।
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পরিবার রাজাকার ছিল বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর)
২৭ সেকেন্ডের ভিডিওটি রাতেই ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওটি প্রচারের কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে এবং গতকাল শুক্রবার সকালে জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কাদের মির্জার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, ‘দেশের মানুষ, সালামালাইকুম। আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না।
আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারে না।
এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব।আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে।
তাহলে আমি এটা নিয়ে শুরু করব।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে
একরামুল করিম চৌধুরী কটূক্তি করায় অবস্থান ধর্মঘটে বসেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।
সি;জারে বাচ্চা নেওয়ার অপর নাম নীরব মৃ;ত্যু (মিস করবেন না স্বামী স্ত্রী দুজনেই পড়ুন)
সি;জারে বাচ্চা নেওয়ার – এক নার্স (সেবীকা)হলি ক্রস মে;ডিক্যা;লএর চিকিৎসক হিসেবে কাজ করছেন ! গত মাসে তার ফুটফুটে পুত্র সন্তান হয় ।
আমি তাকে প্রশ্ন করেছিলাম সি;জারে অনেক বাচ্চা ই তো পৃথিবীতে নিয়ে আসলি অপারেশন করে , এখন তোর সি;জার কোন চিকিৎসক করবে ?
উত্তরে জানায় ,নরমাল ডেলিভা’রি ‘র জন্য প্রিপারেসন নেওয়া হয়েছে । কারন ! সি;জারে বাচ্চা হলে একজন নারী ২য় ,
৩য় বার পুনরায় মা হতে গেলে ঝুকি থাকে ৯০.৭ % । অনেক সময়েই বাচ্চার শরীর ছু;রি , কা;চি লেগে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতি হয় যা আমা’দের দেশের চিকিৎসক গন কাউকেই বলেন না !
অর্থের লো;ভে প্র;ত্যেক গ’;র্ভবতী মা কে মেডিক্যাল চেকাপ এর আগে থেকে ই বলে রাখা হয় সি;জারে বাচ্চা নিতে হবে অন্যথায় !
মৃ;ত্যু ঝুঁকির ভয় দেখানো হয় । জাতিসংঘের স্বাস্থ্য বিসয়ক সংস্থা WHO জানিয়েছে একটি দেশে ‘র ১৫% মেয়ে যদি একান্তে ই না পারে স্বাভাবিক প্রক্রিয়া তে বাচ্চা নিতে , সে ক্ষেত্রে সি;জার করাতে হবে ।