শিক্ষার্থীদের ধর্মীয় রীতি-নীতি ও অনুশাসন মেনে চলার পরামর্শ দিয়েছেন পু’লিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন,
‘জ’ঙ্গিবা’দ ইসলামের শ’ত্রু। জ’ঙ্গিবা’দকে না বলে, শিক্ষার্থীদের ধর্মীয় মূ’ল্যবোধের শিক্ষা নিতে হবে। জ’ঙ্গিবা’দ থেকে দূরে থাকতে ইসলামকে জানতে হবে।
’সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগ পু’লিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পু’লিশ সার্ভিস ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মানবিক গু’নাবলী থাকতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে পু’লিশ প্রধান বলেন, ‘জ’ঙ্গিবা’দ থেকে দূরে থাকতে হবে। এ জন্য ইসলামকে জানতে হবে। অনেক বই রয়েছে, সেগুলো পড়তে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ জাতির ভবি’ষ্যৎ তোমরাই। তোমরা ভাগ্যবান যে, স্বাধীন বাংলাদেশে জ’ন্মগ্রহণ করেছ।’ আইজিপি বলেন, ‘চার-পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য বিদায় দেবে।
দারিদ্র্য যে কত ভ’য়ানক তা যারা না দেখছে, তারা বিশ্বাস করবে না। অ’র্ধাহার-অনাহারের কী জীবন তা না দেখলে বিশ্বাস হবে না। এক সময় এই বস্তিবাসী ডাস্টবিন থেকে খাবার টোকাইয়ে খেতো। এগুলো এখন নেই।’