বাংলাদেশসহ পাকিস্তান, চাদ ও মিয়ানমার চার দেশের নারীদেরকে বিয়ে করতে পুরুষদের ওপর নিষেধ করেছে সৌদি সরকার। সৌদির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
বেসরকারী পরিসংখ্যান অনুসারে এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার নারী বর্তমানে সৌদিতে বসবাস করছেন। বিদেশী নারীদের বিয়ের ক্ষেত্রে নানা বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে সৌদি পুরুষদের ওপর চার দেশের নারীদের বিয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।
সৌদির সংবাদ মাধ্যম মক্কা ডেইলির এক প্রতিবেদনে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি জানান, বিদেশীর নারীদের বিয়েতে সৌদি পুরুষদের নিরুৎসাহিত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। তাই বিদেশী কাউকে বিয়ে করতে চাইলে প্রথমে সরকারের অনুমোদন নিতে হবে।
ভ্যাকসিন নেয়ার ২ দিন পরেই করোনায় আক্রান্ত ইমরান খান
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের অনলাইন জানায়, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন। সূত্র: জিও টিভি,